স্টাফ রিপোর্টারঃ
ঈদকে সামনে রেখে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে ভয়ঙ্কর কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া ভাবে ছিনতাই ,মাদক, অবৈধ অস্ত্র নিয়ে ঘটনা ঘটেছে।এবিষয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে জনগণের মধ্যে ক্ষোভ?
জানা যায়,কুমিল্লা সিটির ১৭নংওয়ার্ড সুজানগর পূর্বপাড়ার নলুয়াপাড়া ইতিপূর্বে হামলা ভাংচুর ও একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটে। ওই এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা সক্রিয়।আরো অভিযোগে জানা যায়, নগরীর
সংরাইশ বাবা ইব্রাহিম মসজিদ সংলগ্ন রাস্তায় গত রোববার সকালে ছোরা চাপাতি অস্ত্র হাতে রাস্তায় হোন্ডার গতিরোধ করত এক ব্যবসায়ীকে মারধর করে নগদ ৮৭,৫৫০টাকা ছিনতাই করে সন্ত্রাসীরা।গুরুতর আহত ভিকটিম ফেরদৌস মিয়া কে উদ্ধার করে স্থানীয়রা কুমিল্লা জেনারেল হাসপাতাল ভর্তি করেন। এঘটনায় আহত ব্যবসায়ী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় রানা(২৮) ও রনি(২৪)সহ ২জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ৩/৪জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোঃফেরদৌস মিয়া।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল মামুন জানান,অভিযোগ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন।তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এস আই মফিজুল ইসলাম জানান,তিনি আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।
উল্লেখ্য,নগরীর (ফেরদৌসের বাবা) মতিন সর্দার খুন ,মুহিন ,হৃদয়, সহিদ হত্যাকাণ্ড সর্বশেষ প্রকাশ্যেই গুলি করে আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সোহেল কাউন্সিলার ও হরিপদ সাহা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।