স্টাফ রিপোর্টার,কুমিল্লাঃ
কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ জাহিদুল হক, এস আই কাজী হাসান উদ্দিন সঙ্গীয় ফোর্স সোমবার দুপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালায়। ময়নামতি ইউনিয়নের ঘোষণ নগর এলাকার নাজিরা বাজার অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
জানা যায়, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম এর নির্দেশে ফাঁড়ির এস আই মোঃ জাহিদুল হক, এস আই কাজী মোঃ হাসান উদ্দিন , এ এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদ এর ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায়। সোমবার দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়ন এর ঘোষনগর (নাজিরা বাজার) ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত আমিনুল ইসলাম প্রকাশ রাব্বির পরিচালিত একটি সিএনজির গ্যারেজের ভিতর থেকে ৫ কেজি গাঁজা সহ আটক করে। মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম প্রকাশ রাব্বি হলো উপজেলার ময়নামতি ইউনিয়ন এর ঘোষনগর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে।