মজিবুর রহমান, কুমিল্লাঃ
কুমিল্লার বুড়িচং থানাধীন পাঁচোড়া এলাকায় শুক্রবার দুপুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
জানা যায়, দেখতে হলুদ হুবহু মাল্টার মতো, কিন্তু গোলাকার বলের ভেতরে রয়েছে গাঁজা। দুটি পলিথিন ব্যাগে এমন মাল্টা নিয়ে তিন ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন বেড়াতে। পথে পুলিশের তল্লাশিতে আটক হয় দুই মাদক ব্যবসায়ীকে আর পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী সিএনজি থেকে দৌড়ে পালিয়ে যায়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নলগড়িয়া গ্রামের মো. শহীদ মিয়া, একই গ্রামের মোহাম্মদ আলী। কাশিনগর গ্রামের মো. সুমন পলাতক।
এবিষয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) শরীফ রহমান বলেন, ‘গ্রেপ্তারদের বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মাদক ও চোরাচালন বিরোধী নিয়মিত অভিযানে এসআই মামুন হোসেনসহ পুলিশের একটি দল দুপুর ১টার দিকে পাঁচোড়া এলাকায় সড়কের বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। এ সময় কুমিল্লাগামী একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করার সময় এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। সবসময় অটোরিকাশায় তল্লাশি করে ৪২টি মাল্টা আদলের বল থেকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাচারের উদেশ্যেই গাঁজাগুলো নেয়া হচ্ছিল। এ ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।