মুজিবুর রহমান,কুমিল্লাঃ
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মেয়র এর বাড়ির পাশে অবৈধভাবে সিএনজি গ্যাস স্টেশনে (৫ এপ্রিল) মঙ্গলবার র্যাব-১১ এর সিপিসি-২, বিশেষ অভিযানে পি-কাপের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ২ জনকে গ্রেপ্তার ও একটি পি-কাপ ভ্যান জব্দ করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ নাঙ্গলকোট থানা পূর্ব (কোদালিয়া) পৌরসভা, ৩ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিশেষ পি-কাপ ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ২ জনকে গ্রেফতার করা হয়। আসামী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের অলিউর রহমানের ছেলে মোঃ সুমন ফরাজী(২৫), একই থানার তুলাসার গ্রামের ইয়াকুব মৃধার ছেলে মোঃ ইবনে সাইদী জুবায়েদ হোসেন(২১)। অভিযানে ০১টি পি-কাপ ভ্যান জব্দ করা হয়।