হাবিবুর রহমান, কুমিল্লা উত্তর থেকেঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি।বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতাকর্মী কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২’’ পালন করা হয়।
স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে বিএনপি উত্তর জেলা ও ছাত্রদলের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উত্তর জেলার দাউদকান্দি ও দেবিদ্বার মিনারে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী উত্তর জেলা বিএনপি ও ছাত্রদলের পক্ষে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ পর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।