আরমান হোসেন,কুমিল্লাঃ
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের অভিযানে একটি প্রাইভেট কার থেকে ২০ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ।
পুলিশ সূত্র জানান, সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী পশ্চিম বাজার, পিপুলিয়া রোড়স্থ ফকিরা পট্টি লালনগর ব্রীজের পাশ থেকে ২০ কেজি গাঁজা সহ একটা প্রাইভেট কার থেকে একজন মাদক ব্যবসায়ী মোঃ শরীফ মিয়া(২৮)কে আটক করি,এসময় তার সাথে ২০ কেজি গাঁজা উদ্ধার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে।এবং সদর দক্ষিণ মডেল থানায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।