আরমান হোসেন,কুমিল্লাঃ
কুমিল্লা আর্দশ সদর উপজেলার আমড়াতুলি ইউনিয়নের ভুবনঘর এলাকায় শামিম মিয়ার ছেলে রনি, খোরশেদ আলম এর ছেলে সজিবসহ ১৫/২০ জন সদস্যরা বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে মোটরবাইকের ও কিশোর গ্যাং গ্রুপের রনি ও সজিবের নেতৃত্বে ১৫/২০ জন সদস্য সক্রিয়। মোটরবাইক চালিয়ে অপরাধ করে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাং গ্রুপের এই সন্ত্রাসীরা। মোটরবাইক নিয়ে অপরাধ করে সহজেই সটকে পড়ছে এই গ্রুপের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রনি ও সজিবের বিরুদ্ধে চাঁদা দাবি করার জায়গা মালিক পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কুমিল্লা কোতয়ালি মডেল থানায়।
জানা যায়, ২৩শে মার্চ গত বুধবার রাত ১১টায় উপজেলার আমড়াতুলি ইউনিয়নের কাটানিশা এলাকায় বাড়ির কার্যক্রম শুরু করে কয়েকটি গাড়ির মাটি পড়বার সাথে সাথে ১০/১২টি মোটরবাইক নিয়ে এসেছে কিশোর গ্যাং এর রনি ও সজিব এর নেতৃত্বে বাড়ি নির্মাণে মাটির শ্রমিকদের কাজে বাঁধা দেন।এসময় নতুন বাড়ি নির্মাণে মালিকের প্রতিনিধি সাংবাদিক এইচ এম ইকবাল কে গালাগালি করে এবং বাড়ির কাজ করতে হলে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।মাটি ভরাটের কাজ করতে হলে চাঁদা টাকা দিয়ে বাড়ির কাজ শুরু করার জন্য বলেন।এসময় কিশোর গ্যাং রনি ও সজিবের নেতৃত্বে মালিক পক্ষের প্রতিনিধি সাংবাদিক এইচ এম ইকবাল এর সাথে খারাপ আচরণ উপস্থিত শ্রমিকদের কাজ বন্ধ করে ঘটনাস্থল থেকে চলিয়া যাইতে বলে।
এবিষয়ে মালিক পক্ষ থেকে জানা যায়,গত ২৩শে মার্চ বুধবার রাত ১১টায় সময় মাটি দিয়ে ভরাটের কাজ বন্ধ করে দেন,রনি ও সজিব এর নেতৃত্ব দুই লাখ টাকা দাবি করে, চাঁদা টাকা না দেওয়া মাটি ভরাটের কাজ বন্ধ করে দেন।এই চাঁদাবাজদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।