সজীব আহমেদ, দেবিদ্বার থেকেঃ
মাদক ও চোরাচালান মুক্ত করার জন্য কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ দির্কনির্দশনায় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আরিফুর রহমান এর মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় ও নির্দেশে গতকাল বুধবার থানার পরিদর্শক ও উপ-পরিদর্শকরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করিয়া এসআই মো.সোহেল রানা, সঙ্গীয় ফোর্সসহ থানাধীন ফতেহাবাদ মোকামবাড়ী গ্রামস্থ ফতেহাবাদ মদিনাতুল উলুম নুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর সামনে ফতেহাবাদ টু কালিকাপুর গামী রাস্তার উপর থেকে চোরাচালানকালে ২৪০ পিচ ভারতীয় শাড়িকাপড় সহ চোরাকারবারী মো.আলাউদ্দিন(২৫), পিতা-মৃত বজলু মিয়া, গ্রাম- উত্তর তেতাভূমি, থানা- ব্রাহ্মনপাড়া, জেলা -কুমিল্লা, মো.মামুনুর রশিদ(২৩), পিতা-মো.শাহ আলম প্রঃ আলম, গ্রাম- দক্ষিণ তেতাভূমি, থানা- ব্রাহ্মনপাড়া, জেলা -কুমিল্লাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চোরাচালানীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।তাদের কে বৃহস্পতিবার সকালে কুমিল্লা আদালত মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে।