সাইফুল ইসলাম শিশির,কুমিল্লা আইনজীবী সমিতির থেকেঃ
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১০ইং মার্চ অনুষ্ঠিত হবে।জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে মো. তারেক আবদুল্লাহ ও খন্দকার মিজানুর রহমান পরিষদের ১৫জন প্রার্থীরা নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা আদালত প্রাঙ্গনে উৎসব আমেজ বিরাজ করছে।
সকাল থেকে বিকেল পর্যন্ত ১৫জন প্রার্থীরা প্যানেল হ্যান্ডবিল ও ভোটার কার্ড নিয়ে প্রার্থীদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চাচ্ছেন। অনেকে আবার রাতের বেলায়ও ভোটারদের বাসায় গিয়ে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। সকাল পেড়িয়ে দুপুর হলেই দলবদ্ধ হয়ে মিছিল ও শোডাউন করছেন তারা। সভাপতি-সাধারণ সম্পাদক সহ মোট ১৫টি পদে একবছরের জন্য নির্বাচন অংশ গ্রহণ করছে।