সাইফুল ইসলাম শিশির,কুমিল্লাঃ
কুমিল্লা আর্দশ সদর উপজেলা আমড়াতুলি ইউনিয়নের রামপুর এলাকায় তুচ্ছ কথার জেরে দু’জনের মধ্যে মারামারির অভিযোগ পাওয়া যায়। গতকাল বুধবার ২৯ ডিসেম্বর বিকাল বেলা রামপুর একটি চাঁয়ের দোকানে এই ঘটনায় ঘটে। এতে তারা দুইজন মারাত্মক আহত হয়।এই দু’জনকে উদ্ধার করে স্থানীয়রা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার গ্রামের রাসেল এবং দুলাল নামের দুই সহপাঠী তুচ্ছ কথার জেরে বাকবিতন্ডায় দুই সহপাঠী এবং প্রতিবেশি মারামারিতে জড়িয়ে পড়ে।তখন রামপুর চাঁদের দোকানে আশেপাশে লোকজন মারাত্মক দুই জনকে উদ্ধার করে দুলালকে বুড়িচং সরকারি হসপিটালে পাঠিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অন্যজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ভরাসার ভরাসার ডাক্তারে কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।এই দু’জন সহপাঠী এবং প্রতিবেশি বলে মামলায় না গিয়ে পরস্পর সামাজিক, পারিবারিক ভাবে শেষ করবে বলে মনস্থির করেছে।এমন তুচ্ছতম কথার জেরে আর কারও ঝগড়া কারো কাম্য নয়।এজন্য চাই সামাজিক যোগাযোগ দৃঢ় করা এবং সবার সাথে সবার দুরত্ব কমিয়ে মিলেমিশে থাকা সর্বোপরি ভালো থাকা।
এব্যাপারে বুড়িচং থানার ডিউটি অফিসার কাছে রামপুরের দু’জনের মারামারি বিষয় জানতে চাইলে তিনি জানান,এক পক্ষ থানায় এসে আমাদের কাছে অভিযোগ করার চেষ্টা করেন।আমরা ঘটনা শুনার পর বুড়িচং উপজেলা সরকারি হাসপাতালে পাঠায়,এরপর বিষয়টি জানতে পাড়ি ঘটনা ঘটে কুমিল্লা আর্দশ সদর উপজেলা আমড়াতুলি ইউনিয়নের রামপুর এলাকায় চাঁয়ের দোকানে এই কারনে মারামারির বিষয়টি নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অভিযোগ করার জন্য বলে।