সাইফুল ইসলাম শিশির,কুমিল্লাঃ
কুমিল্লা আর্দশ সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ২ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী আবদুল হান্নান সোহেল এর তালা মার্কায় ভোট জন্য হাজারো কর্মীর প্রচারণায় অংশ নিয়েছেন।এই সময়ে জেলা ও উপজেলা অনেক সিনিয়র নেতারা এই আলোচিত মেম্বার পদ প্রার্থী জন্য ভোটারদের সাথে আলাপ করে তার জন্য ভোট চান।এই প্রার্থী দীর্ঘদিন যাবত গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে করোনাকালীন সময় ব্যাপক আলোড়ন তৈরি করে এই দুই বছরে আর বেশ কিছু উন্নয়নমূলক কর্মকান্ডে এলাকায় চমক সৃষ্টিতে আলোচনা আসে একটি তরুণ প্রতিভান ও বর্তমান সময়ের অহংকার এবং ওয়ার্ডের জন্য তারুণ্যে প্রতিক , সমাজসেবক আবদুল হান্নান সোহেল কে তালা মার্কায় ভোটের জন্য ভোটারদের সাথে মতবিনিময় ও সভা চালিয়ে যাচ্ছে। তার ব্যাপক কর্মী ও ভক্তরা তালা মার্কায় গণসংযোগ করতে বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা করা এবং ভোটারদের বাড়িতে ঘুরে বেরাচ্ছেন। আগামী ২৬ ডিসেম্বর আবদুল হান্নান সোহেল এর তালা মার্কায় ভোট দেওয়ার জন্য তাদের পক্ষে হাজারো কর্মীর নির্বাচনী প্রচরণায় চালিয়ে যাচ্ছেন।
উপজেলার নির্বাচন অফিস থেকে তালা মার্কায় পাওয়ার পর তিনি দক্ষিণ ৩নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজার, বাড়ি, রাস্তাঘাটে ঘুরে ভোটাদের কাছে মেম্বার পদ প্রার্থী আবদুল হান্নান সোহেল এর পক্ষে হাজারো নেতাকর্মী দিন-রাতে তালা মার্কায় ভোট চান।এই সময় আবদুল হান্নান সোহেল এর তালা মা৷র্কার বেজ ঝুলিয়ে ও হাতে লিফলেট নিয়ে তালা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। এলাকার বিভিন্ন বয়সে জনগণের ভালবাসা সোহেলকে তালা মার্কায় প্রতিকে ভোট দেওয়য়ার আগ্রহী জানান ভোটারা।তার নিজ ওয়ার্ডের নির্বাচনী এলাকায় বিভিন্ন রাস্তার দুইপাশে ভিড় জমায় উৎসুক ভোটারদের সাথে মতবিনিময় ও সভা চালিয়ে যাচ্ছে। তালা মার্কায় ভোটারদের মধ্যে আবদুল হান্নান সোহেল বলেন, এখন পর্যন্ত ২নং ওয়ার্ডের নির্বাচনী প্রচোরণায় ভোটের পরিবেশ সুষ্ঠু দেখেছি। ভোটের দিন পর্যন্ত যাতে সুষ্ঠু থাকে এই প্রত্যাশা সবার কাছে আমার বিজয় আপনাদের ভোটের মাধ্যমে আগামী ২৬ ডিসেম্বর আমার বিজয়ী সুনিশ্চিত আপনার দোয়া।