শাহ সাহিদ উদ্দিন, দেবিদ্বার প্রতিনিদিঃকুমিল্লার দেবিদ্বার দক্ষিণ ভিংলা গ্রামের মোহাম্মদ ছাফর আলীর দ্বিতীয় ছেলে মোহাম্মদ সকাল মিয়া আজ শুক্রবার সকাল ১০টায় সময় দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন মহিলাকে বাঁচাতে গিয়ে এক মর্মান্তিক মোটরসাইকেল এক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু কালীন বয়স (২৪) তিনি তার পরিবারে মা বাবা এবং তার স্ত্রী মোসাম্মত শারমিন আক্তার (২০)ও একটি ছেলে মোঃ সাজিদ(১)বছর । দক্ষিণ ভিংলা বাড়ি গ্রাম এখন সুখের মাতোয়ারা হয়ে আছে।এলাকার মানুষ জানান আজ শুক্রবার বেলা ১০ ঘটিকায় দেবিদ্বার যাওয়ার পথে দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয়ের সামনে এক পথচারী মহিলাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। অপর একজন রুবেল (৩০)নামে ও পথচারী মহিলা সুফিয়া বেগমকে ( ৩২) গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল হসপিটালে ভর্তি করানো হয়। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃদুল কান্তির কাছ থেকে সকাল নামের মৃত্যু ব্যক্তির পরিবারের সকলের আবেদনে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন। মরহুম সকাল মিয়ার জানাজা অনুষ্ঠিত হয় দেবিদ্বার দক্ষিণ ভিংলা বাড়ি পাশে ফতেয়াবাদ পূর্ব চান্দারপাড়া পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়।