সাইফুল ইসলাম শিশির,কুমিল্লাঃ কুমিল্লার চান্দিনা উপজেলা কৃষক লীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও মাইজখার ইউনিয়ন পরিষদের মেম্বার পদ প্রার্থী সমাজসেবক মোঃ শাহ জালাল উদ্দীন ভূইয়া তার নিজ এলাকার ভোটারদের সাথে আলোচনা তিনি বলেন, কিছু সংখ্যক ভোটারা তার ভোট বিক্রি করে, কয় টাকা পেয়ে থাকে ৫০০ থেকে ১০০০ বা সর্বোচ্চ ২০০০টাকা।এই টাকা দিয়ে সে খুব বেশি হলে ২/৩দিন পরিবার চলতে পারবে।কিন্তু সে তিন দিন ভালো থাকার জন্য ৫ বছরের জন্য বিপদ ডেকে আনবে।ভালো লোক কখনো টাকা দিয়ে ভোট কিনে না।মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, দুর্নীতিবাজরা টাকা দিয়ে ভোট কিনে।
তাই মাইজখার ৮নং ওয়ার্ডের সকল ভোটার ভাইও বোনদের বলছি, এদের থেকে সাবধান হোন।ভোট আপনার পবিত্র আমানত,এমন লোককে নির্বাচিত করবেন না, যে আপনার এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থাকবে না তার দ্বারা এলাকার উন্নয়ন হবে না।আপনার প্রয়োজনে তাকে পাশে পাবেন না।তাই সামান্য কিছু টাকার বিনিময়ে, আপনার নিজের ও এলাকার ক্ষতি করবেন না।দেখে শুনে আপনার যোগ্য প্রার্থীটিকে মূল্যবান ভোটটি প্রদান করে নির্বাচিত করুন। আপনি যখন আপনার পবিত্র আমানত একটি ভোট দিয়ে একটি বাজে প্রার্থীকে ক্ষমতার আসনে বসাবেন সে যত অন্যায় অত্যাচার মানুষের স্বার্থ বিরোধী কাজ করবে তার প্রত্যেকটি পাপের সমান ভাগীদার আপনি নিজেও শেষ বিচারের দিন সেই অত্যাচারী লুটেরা ক্ষমতাবানের বিচার সবচেয়ে আগে হবে।