সাইফুল ইসলাম শিশির, কুমিল্লাঃ
কুমিল্লার দেবিদ্বার থানার পুলিশের অভিযানে এককেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী’র কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মিন্নতনগর এলাকার আবুল কাশেম এর ছেলে মাদক ব্যবয়াসী ইব্রাহিম খলিল।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত্রে জেলার দেবিদ্বার থানার পুলিশের সঙ্গীয় ফোর্সসহ একটি টিম উপজেলার বাগুর সিএনজি স্ট্যান্ড থেকে মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম খলিল (৩৪)কে গ্রেপ্তার করে জানা যয তিনি দীর্ঘ দিনযাবত এই মাদক চোরাচালান করেছে।
এবিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর ইসলাম জানান, মঙ্গলবার রাত্রে উপজেলার বাগুর সিএনজি স্ট্যান্ড থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় আনার পর মাদক ব্যবসায়ীকে জিজ্ঞেস করে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ী সাথে জড়িত রয়েছে ।তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। আজ বুধবার সকালে কুমিল্লা আদালতে মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে।