সাইফুল ইসলাম শিশির,কুমিল্লাঃ
কুমিল্লা জেলার আর্দশ সদর উপজেলা দূর্গাপুর ইউনিয়নের বদরপুর গোমতীরপাড় রাত ৮টায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ধুুমড়েমুচড়ে গেছে বুড়িচং আওয়ামীলীগ নেতার নতুন একটি প্রাইভেট কার। এ ঘটনায় বুড়িচং উপজেলার ভরাসার গ্রামের মৃত শাহ আলমের ছেলে সৌদি আরবের প্রবাসী ও তরুণ সমাজসেবক এলাকাবাসীর দাবি তিনি সাদা মনের মানুষ হিসাবে বেশ পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ আওয়ামীলীগের প্রভাবশালী নেতা মোঃ সেন্টু মিয়া (৩৬) আহত হয়েছেন।গতকাল রোবববার (১৭ অক্টোবর) রাত ৮টায় দুর্গাপুর বদরপুর গোমতীরপাড় সড়কের অরক্ষিত লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে থানা পুলিশের ফাঁড়ি ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী। স্থানীয় সূত্রে জানা যায়, পালপাড় থেকে কুমিল্লা শহরমুখী তার নিজ বাসায় আসার পদে প্রাইভেট কারটি রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়।এতে প্রাইভেট কারটি ২০/৩০ ফুট দূরে একটি গর্তে পড়ে যায়। পরে স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া আর কোনো যাত্রী ছিল না। গুরুত্বপূর্ণ সড়ক, প্রতিদিন অনেক যানবাহন চলে। তারপরও এখানে লাইনম্যান দেওয়া হয় না। সন্ধ্যা পর্যন্ত ম্যাক্সের একজন গার্ড থাকে। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে।কুমিল্লা রেলওয়ে থানা পুলিশের ফাঁড়ি ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তিনি শঙ্কা মুক্ত। এটি অরক্ষিত লেভেলক্রসিংয়ে ছিল।