আরমান হোসেন , কুমিল্লাঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের ভেন্যু হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজের এক পরীক্ষার পকেটে নকল পাওয়ায় অভিযোগে কেন্দ্র পরিদর্শক পরিক্ষাকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়,গত শনিবার (২ অক্টোবর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি পরিক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় গোলাম সামদানি নামের ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে ব্যস্ত সময় পার করেন। এ সময় পরিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেনকে বলেন, ওই পরীক্ষার্থীর পকেট তল্লাশি করার নির্দেশনা দেন।
এবিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা জানান, তল্লাশিকালে পরীক্ষার্থীর পকেটে নকল পাওয়ায় গোলাম সামদানিকে বহিষ্কার করা হয়েছে।