রবিউল হাসান শান্তঃ
কুমিল্লা সদর উপজেলার কোতয়ালি মডেল থানাধীন বাখরাবাদ মোড় এলাকা থেকে ২শত বোতল ফেন্সিডিল ও ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। গত রোববার সন্ধ্যায় র্যাব-১১ এর একটি দল কোতয়ালি মডেল থানাধীন বাখরাবাদ মোড় এলাকায় অভিযান চালায়।অভিযারে ২শত বোতল ফেন্সিডিল ও ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোর্স মেহেদী হাসান (২৩) নামে এক মাদক কারবারীকে আটক করে সে কোতয়ালি মডেল থানাধীন গিলাতলী পশ্চিমপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে।
জানা যায়, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে একটা মামলা দায়ের করা হয়।