সংবাদদাতাঃ
কুমিল্লার চান্দিনায় ৪ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ নূরজাহান বেগম জোৎস্না (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোবিন্দপুর এলাকায় উপ-পরিদর্শক (এস.আই) সুজন দত্তের নেতৃত্বে তল্লাশী চালিয়ে তাকে আটক করে চান্দিনা থানা পুলিশ। আটক নূরজাহান জেলার বুড়িচং উপজেলার হায়দারাবাদ গ্রামের রমিজ উদ্দিনের স্ত্রী।
চান্দিনা থানার উপ-পরিদর্শক সুজন দত্ত জানান, মোবাইল ডিউটি চলাকালে মহাসড়কের গোবিন্দপুর অংশে ঢাকাগামী লেনের উপরে সন্দেহবশত নূরজাহান বেগমের ভ্যানিটি ব্যাগে তল্লাশী চালিয়ে ৪ হাজার ৯শ’ পিস ইয়াবা জব্দ করি।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।